একজন কুয়েতি মহিলা নাগরিক ফারওয়ানিয়া গভর্নরেট থানায় একটি মামলা দায়ের করেন, তার কর্মচারির বিরুদ্ধ্বে।
অভিযোগে বলা হয়েছে, তার কর্মচারিকে ১২০০ দিনার ব্যাংকে জমা করার জন্য দিয়েছে, কিন্তু সে কর্মচারি টাকা জমা না করে উধাউ হয়ে গিয়েছে, তাকে কল দিলে কল ও রিসিভ করছে না।
পলাতক ইন্ডীয়ানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
সুত্রঃ আরব টাইমস অনলাইন