।
নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় আমীরগঞ্জ ইউনিয়ন, দড়িবালুয়াকান্দী গ্রামের ৬৫ বছর বয়সি শহিদ চাচা।
একটি মসজিদ নির্মানের ফান্ড তৈরি করণে আজ ২৪/০৯/২০২২ শনিবার সকাল ৮:৪০ মিনিটে আদিয়াবাদ স্কুল এন্ড কলেজ ঘাট থেকে সাঁতার কাটার যাত্রা শুরু করেন। দুপুর ২ ঘটিকায় তিনি ২২ কিঃমিঃ নদীপথ বিরতিহীন সাঁতার কেটে নরসিংদী শহরের নাগরিয়াকান্দি সেতুর নিচে এসে পৌঁছান। এসময় উনাকে দেখতে হাজার জনতার ভীড় জমায় নাগরিয়াকান্দি ব্রিজ এলাকাতে।
উল্লেখ্য যে—
আমার ইউনিয়নের জনাব শহিদ চাচা আগেও কয়েকবার বাজি ধরে উপজেলার মনিপুরা ঘাট থেকে নরসিংদী থানার ঘাট পর্যন্ত সাঁতার কেটে পৌঁছেছিলেন। বাজিতে জিতে অর্থ দিয়েছ্ন উনার এলাকার মসজিদে।