রাশিয়া থেকে ১০০ কোটি ডলারের অস্ত্র কিনছে বেলারুশ



বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, তার দেশ রাশিয়ার কাছ থেকে ১০০ কোটি ডলারের অস্ত্র কেনার পরিকল্পনা করছে। এরমধ্যে এস-ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। গত বৃহস্পতিবার মস্কো সফর করেন বেলারুশের প্রেসিডেন্ট। এ সময় করে তার দেশের সঙ্গে রাশিয়ার সামরিক সহযোগিতার বিষয়টি আলোচনায় প্রাধান্য পায়। লুকাশেঙ্কো বলেন, আমি রাশিয়ার নেতৃত্ব, সামরিক এবং প্রতিরক্ষা শিল্পের প্রতি কৃতজ্ঞ এইজন্য যে, তারা আমাকে অস্ত্র বিক্রির ব্যাপারে একটি পরিপূর্ণ তালিকা দিতে সম্মত হয়েছে। ২০২৫ সালের মধ্যে এসব অস্ত্র কেনা হবে।

Post a Comment

Previous Post Next Post