ছুরিকাঘাতে কিশোর নিহত,কামরাঙ্গীরচরে



 রাজধানীর কামরাঙ্গীচরে ছুরিকাঘাতে সানোয়ার হোসেন (১৮) নামে কিশোর নিহত হয়েছেন। আজ সোমবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কামরাঙ্গীরচরের আচারওয়ালা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টায় মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। মরদেহের পা’সহ শরীরের কয়েকটি স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি। নিহতের চাচা মো. রুবেল জানান, কামরাঙ্গীচর বড় গ্রাম এলাকায় তাদের বাসা। সেখানে একটি মাক্স তৈরির কারখানা রয়েছে। সানোয়ার সে কারখানায় কাজ করত। রাত আনুমানিক ৮টার দিকে নাস্তা খাওয়ার জন্য তাঁর কাছ থেকে ২০ টাকার নিয়ে বের হয় সানোয়ার। কিছু সময় পর খবর পান তাকে কয়েকজন ছুরি মেরে আচারওয়ালা ঘাট মমিনবাগ মাদরাসা গলিতে ফেলে রেখে গেছে।

Post a Comment

Previous Post Next Post