আদালতের দ্বারস্থ সালমান

 আদালতের দ্বারস্থ অভিনেতা সালমান খান। গত মাসেই মুম্বই সিভিল কোর্টে এক অনলাইন ভিডিও গেম ডেভেলপারের বিরুদ্ধে মামলা করেন তিনি। বেশ কিছুদিন ধরেই অনলাইনে জনপ্রিয়তা পায় ‘সেলমন ভাই’ নামের একটি ভিডিও গেম। অভিনেতার অভিযোগ সেই ভিডিও গেমে যে ছবি ব্যবহার করা হচ্ছে তা সালমানেরই ব্যঙ্গচিত্র। এছাড়াও অভিনেতাকে বলিউডে অনেকেই সালমান ভাই বলে ডাকেন, তার সেই নাম ব্যঙ্গ করেই এই গেমের নামকরণ করা হয়েছে ‘সেলমন ভাই’, এমনটাই দাবি অভিনেতার। কিছুদিন আগেই হিট অ্যান্ড রান মামলায় নাম জড়িয়েছিল সালমান খানের। সেই ঘটনাকে কেন্দ্র করেই সেট করা হয়েছে এই অনলাইন ভিডিও গেম। আদালতে সালমানের অভিযোগের পর এই গেম ডেভেলপারকে ইতিমধ্যেই অনলাইনে এই গেম ব্লক করার নির্দেশ দিয়েছেন মুম্বই সিভিল কোর্টের বিচারক।

Post a Comment

Previous Post Next Post