থমকে গেলো রাকুল প্রীতের স্বপ্ন

 মাদক বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না রাকুল প্রীত সিংয়ের। তার উপর আবার আটকে গেল অভিনেত্রীর আসন্ন ছবির কাজ। মাস কয়েক আগেই শোনা গিয়েছিল খুব শীঘ্রই ‘কন্ডোম টেস্টার’-এর ভূমিকায় অভিনয় করতে চলেছেন অভিনেত্রী। রনি স্ক্রুওয়ালা প্রযোজিত এই ছবির নাম ঠিক হয়েছিল ‘ছাত্রিওয়ালি'। পরিচালক তেজস দেওস্কর জানিয়েছিলেন, সাধারণ মানুষকে যৌনতা এবং গর্ভনিরোধরকের বিষয়ে শিক্ষা দিতে মজার মোড়কে এই ছবির গল্প বলবেন তিনি। যৌনতা আজও ভারতীয় সমাজব্যাবস্থায় ট্যাবু হিসাবে বিবেচ্য। এই নিয়ে কথা বলতে রাজি হন না কেউই। সেইসব বিষয় উঠে আসবে এই ছবিতে। ছবির প্রি-প্রোডাকশনের কাজ প্রায় শেষ হয়েছিল।পরিকল্পনা অনেক দূর এগোলেও মাঝপথেই নাকি স্থগিত হয়ে গিয়েছে এই প্রোজেক্ট। কিন্তু কেন আমচকা এমন সিদ্ধান্ত প্রযোজনা সংস্থার।

Post a Comment

Previous Post Next Post