দুই উইকেট হারিয়ে বিপদে নিউজিল্যান্ড

রানের খাতা খোলার আগেই উইকেট হারাল নিউজিল্যান্ড। প্রথম ওভারেই সাফল্য পেলেন নাসুম আহমেদ। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে নাসুমের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন কিউই ওপেনার রাচিন রবীন্দ্রকে। এরপর নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে নাসুম ফেরান নিউজিল্যান্ডের আরেক ওপেনার ফিন অ্যালানকেও। ২.৪ ওভারে মাত্র ১৬ রানে দুই ওপেনারের উইকেট হারায় সফরকারীরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ৬ ওভার শেষে ২৩ রান। এদিকে আজ জিতলেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের। অন্যদিকে নিউজিল্যান্ড যদি আজ চতুর্থ ম্যাচে জয় পায় তাহলে সিরিজে সমতায় ফিরবে। তখন শেষ ম্যাচটি হবে অঘোষিত ফাইনাল। বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকাল ৪টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড।


Post a Comment

Previous Post Next Post