সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এ অপারেশন কার্যক্রম পরিচালনাকালে ০৩ জন বাংলাদেশী শান্তিরক্ষী নিহত

আমরা শোকাহত !
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এ অপারেশন কার্যক্রম পরিচালনাকালে
০৩ জন বাংলাদেশী শান্তিরক্ষী নিহত
-----
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এ অপারেশন কার্যক্রম পরিচালনাকালে ০৩ জন বাংলাদেশী শান্তিরক্ষী নিহত, আহত ১


০৩ অক্টোবর ২০২২ তারিখ (সোমবার) সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এ স্থানীয় সময় রাত ৮টা ৩৫ ঘটিকায় (বাংলাদেশ সময় ০৪ অক্টোবর ০১৩৫ ঘটিকা) জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এর অপারেশন কার্যক্রম পরিচালনাকালে বাংলাদেশী শান্তিরক্ষীদের একটি গাড়ী ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে পতিত হয়। এতে ০৩ জন বাংলাদেশী শান্তিরক্ষী নিহত এবং একজন গুরুতর আহত হন। নিহত শান্তিরক্ষীরা হলেন সৈনিক জসিম উদ্দিন (বয়স ৩১, গ্রামঃ কাটিঙ্গা, থানাঃ বিজয়নগর, জেলাঃ ব্রাহ্মনবাড়িয়া), সৈনিক জাহাংগীর আলম (বয়স ২৬, গ্রামঃ দক্ষিণ টিট পাড়া, থানাঃ ডিমলা, জেলাঃ নিলফামারি) এবং সৈনিক শরিফ হোসেন (বয়স ২৬, গ্রামঃ বাড়াক রুয়া, থানাঃ বেলকুচি, জেলাঃ সিরাজগঞ্জ)। টহল কমান্ডার মেজর আশরাফুল হক আহত হন। শাহাদাৎবরণকারী সেনাসদস্যদের মৃতদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে আনার কার্যক্রম চলমান রয়েছে।


জীবনের ঝুঁকি নিয়েও বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা আফ্রিকার ৮টি দেশে শান্তিরক্ষা কার্যক্রমে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে বিশ্বের দরবারে বাংলাদেশের মর্যাদা অক্ষুন্ন রেখে চলেছে। 




Post a Comment

Previous Post Next Post