দীর্ঘ ১৬ বছর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সায়েদাবাদ বাস টার্মিনালে ইজারা না থাকায় কোটি কোটি টাকা রাজস্ব হারিয়েছে সংস্থাটি। ২০০৫ সালের পর সম্প্রতি সেভেন ইলেভেন নামে একটি প্রতিষ্ঠানকে দৈনিক এক লাখ ৮৪ হাজার টাকা আদায়ের শর্তে সায়েদাবাদ বাস টার্মিনাল ইজারা দেয়া হয়েছে। তবে এখনো ইজারার বাইরে রয়েছে দু'টি বাস ও দু'টি ট্রাক টার্মিনাল। জানা গেছে, সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে প্রতিদিন গড়ে দুই থেকে আড়াই লাখ টাকা উঠানো হলেও রাজস্ব খাতে জমা পড়ত মাত্র ৩০ থেকে ৪০ হাজার টাকা। এ বিষয়ে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, নির্দিষ্টভাবে আমরা কোনো অভিযোগ পাইনি।