মতিঝিলে মোবাইল ফোনকে কেন্দ্র করে হৃদয় খুন

রাজধানীর মতিঝিলে একটি মোবাইল ফোনকে কেন্দ্র করে হৃদয়ের সঙ্গে ফাহিম নামের আরেক যুবকের ঝগড়া ও মারামারি হয়। ঝগড়ার এক পর্যায়ে ফাহিম কেঁচি দিয়ে হৃদয়ের বুকে আঘাত করে। গুরুতর জখমপ্রাপ্ত হৃদয়েকে উদ্ধার করে টহল পুলিশ জন্য দ্রুত ঢামেকে জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় দুই দিনেই রহস্য উদঘাটনসহ মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম ফাহিম। বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮ টায় মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসব তথ্য জানান মতিঝিল থানার ওসি ইয়াসির আরাফাত খান।

Post a Comment

Previous Post Next Post