সিলেটে নববধূর রহস্যজনক মৃত্যু


 সিলেটের জকিগঞ্জ পৌর এলাকার কাবির আহমদের ছেলে রিপন আহমদের সাথে ১৫ মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া নবপরিণীতা জোবেরা বেগম (২০) মারা গেছেন। তিনি বারহাল গ্রামের মিরাজ আলীর মেয়ে। বুধবার সকালে রিপন জোবেরাকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম জানান, নববধূর গলায় আঘাতের দাগ রয়েছে। এ কারণে মৃত্যু নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। নববধূর পরিবার থেকেও এখনও অভিযোগ দায়ের করা হয়নি।

Post a Comment

Previous Post Next Post