ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। এ সময় নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ১২ জন। ৯০টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৩৩। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ওই রোগী হলেন ফরিদপুর সদরের সালাম শেখ (৭৫)। এ ছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন একজন। এ নিয়ে আরটি–পিসিআর ল্যাবের মাধ্যমে ফরিদপুরে মোট করোনা শনাক্ত হয়েছে ২০ হাজার ৮৯২ জনের।