এক গিগাবাইট স্টোরেজ থাকবে আইফোনের নতুন মডেলে। বিভিন্ন সংবাদমাধ্যম ও ভক্তদের জন্য ১৪ সেপ্টেম্বর অনলাইন স্ট্রিমিং অনুষ্ঠান আয়োজন করেছে অ্যাপল। আশা করা হচ্ছে, ওই আয়োজনে উন্মোচন করা হবে আইফোন ১৩। অ্যাপল বিশ্লেষক মিং চি কুয়োর দাবি করেন, আইফোন ১৩ প্রো এবং প্রো ম্যাক্সে এক গিগাবাইট পর্যন্ত স্টোরেজ সুবিধা থাকবে। অন্যদিকে, আইফোন ১৩ এবং ১৩ মিনিতে থাকবে ১২৮ গিগাবাইট, ২৫৬ গিগাবাইট এবং ৫১২ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ সুবিধা। অর্থাৎ, আইফোন ১৩-তে আর ৬৪ গিগাবাইট স্টোরেজ দেখা যাবে না-- মন্তব্য ৯টু৫ম্যাকের। তবে কুয়ো জানিয়েছেন, সরবরাহ সংকটের মুখে পড়তে পারে আইফোন ১৩।
Tags:
প্রজুক্তি