নির্দিষ্ট তারিখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে টিকা না পাওয়ার অভিযোগ জানিয়েছে সৌদি প্রবাসীরা। শনিবার (১১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এই অভিযোগ করেন তারা। মানববন্ধনে সুনামগঞ্জ থেকে আসা সৌদি প্রবাসী কামরুজ্জামান বলেন, এসএমএসের মাধ্যমে আমাদের জানানো হয়েছে গত বৃহস্পতিবার ৯ সেপ্টেম্বর টিকা দেওয়া হবে। সেই মোতাবেক সুনামগঞ্জ থেকে নির্দিষ্ট তারিখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের টিকাদান কেন্দ্রে আসি। সেখান থেকে আমাদের জানানো হয়, আমাদের দেওয়া টিকাগুলো এখনো কেন্দ্রে এসে পৌঁছায়নি। এ টিকাগুলো শনিবারে দেওয়া হবে।
Tags:
জাতীয়