স্বামীর মোটরসাইকেল চাপা পড়ে স্ত্রী নিহত বগুড়ায়

 


বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে চাঁয়না বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার দেবডাঙ্গা ফিসপার গ্রামের স্থানীয় সড়কে এ ঘটনা ঘটে। মৃত চাঁয়না বেগম উপজেলার ছাগলধরা গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার ওসি মো. মিজানুর রহমান। তিনি জানান, মোটরসাইকেলে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলো ঐ দম্পতি। পথে দেবডাঙ্গা ফিসপার গ্রামে তার স্বামীর (জাহিদুল) মোটরসাইকেলের সামনে দিয়ে একটি কুকুর রাস্তা পার হচ্ছিল। এসময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়।

Post a Comment

Previous Post Next Post