৭ সেপ্টেম্বর থেকে গনটিকার দ্বিতীয় ডোজ শুরু হবে


গণটিকার দ্বিতীয় ডোজ ৭ সেপ্টেম্বর শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। তিনি জানান, প্রথম ডোজের কেন্দ্র থেকেই দ্বিতীয় ডোজ নিতে হবে। ৩০ আগস্ট সিনোফার্মের আরো ৫০ লাখ টিকা এবং আগামী মাসের প্রথম দিকে ফাইজারের ৬০ লাখ টিকা আসবে বলে জানান তিনি।করোনা ডেডিকেটেড হাসপাতলে ডেঙ্গু রোগিদের চিকিৎসা দেয়া হবে বলেও জানান জানান মহাপরিচালক।


মার্কিন প্রবাসী চিকিৎসকদের উপহারের ৬৬১ মোবাইল ভেন্টিলেটর থেকে বুধবার তিন’শ ভেন্টিলেটর বিতরণ করা হয়। সিএমএসডি হলরুমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, কুর্মিটোলা হাসপাতাল, ডিএনসিসি হাসপাতালের পরিচালকদের হাতে ভেন্টিলেটর তুলে দেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবিএম আব্দুল্লাহ। অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার খুরশিদ আলম জানান, গণটিকার দ্বিতীয় ডোজ নির্দিষ্ট সময়ে দেয়া যাবে। সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছেন তারা।


ডেঙ্গু প্রকোপ নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা নিয়েও কথা বলেন তিনি। ডেঙ্গু প্রতিরোধে সরকারের অন্য সংস্থা সঠিকভাবে কাজ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে বলেও মনে করেন তিনি।

Post a Comment

Previous Post Next Post