No title


মেয়র আতিকুল ইসলাম ঢাকাকে দখল ও দূষণমুক্ত করে আধুনিক নগরীতে রূপান্তরিত করার প্রয়াসে 




ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোঃ আতিকুল ইসলাম ঢাকাকে দখল ও দূষণমুক্ত করে সবার বাসযোগ্য একটি সুস্থ, সচল ও আধুনিক নগরীতে রূপান্তরিত করার প্রয়াসে বদ্ধপরিকর। সেই প্রয়াস থেকেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ওয়াসা থেকে খালের দায়িত্বভার গ্রহণ করে, যাতে একটি সুষম বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি প্রয়োগ করা সম্ভব হয়। কিন্তু জনসংখ্যার বাড়তি চাপ ও অবৈধভাবে বর্জ্য ফেলার সংস্কৃতি সেই প্রয়াসকে ব্যাহত করছে এবং নগরীর অমলিন সৌন্দর্য্য নষ্ট হচ্ছে। খালের বর্জ্য অপসারণ করে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনাকে সুষম করতে ও ঢাকার সৌন্দর্য্যকে বৃদ্ধি করে সবার বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এই প্রয়াসকে আরও বেগবান করতেই জাইকা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা শক্তিশালীকরণ প্রকল্পের পদক্ষেপ গ্রহণ করে, যার মূল লক্ষ্য হলো একটি টেকসই কঠিন বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে নগরীর খালগুলোকে পুনরুজ্জীবিত করা। এই পরিশ্রম ও প্রয়াস মোটেও ফলপ্রসূ হবে না যদি ঢাকা শহরের বাসিন্দারা খালে অবৈধভাবে বর্জ্য নিক্ষেপ পরিহার না করে। 


ডিএনসিসি মেয়র সচেতন নাগরিক হিসেবে খালে বর্জ্য ফেলা বন্ধ করে সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ঢাকাকে সবার বাসযোগ্য সুস্থ্য ও সুন্দর নগরী হিসেবে গড়ে তোলার জন্য নগরবাসীকে নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন।

Post a Comment

Previous Post Next Post