সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে তিন নারীসহ আটজনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। আজ রোববার সকালে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের ডাঃ জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘন্টায় বিভিন্ন সময়ে আটজনের মৃত্যু হয়েছে। এছাড়া, মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত ১৪৯ জন রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে সাতজন করোনা পজিটিভ। অন্যরা উপসর্গে আছেন। আর নতুন ভর্তি হয়েছেন ৩০ জন। সুস্থ্য হয়ে বাড়িতে ফিরেছেন ৩১ জন। আইসিইউতে রয়েছেন ৬ জন রোগী। আজকের আটজনের মৃত্যু নিয়ে সাতক্ষীরায় এখন পর্যন্ত করোনা উপসর্গে মারা গেলেন ৬৭১ জন। করোনা পজিটিভ নিয়ে মারা গেছেন ১০০ জন।
সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে তিন নারীসহ আটজনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। আজ রোববার সকালে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের ডাঃ জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘন্টায় বিভিন্ন সময়ে আটজনের মৃত্যু হয়েছে। এছাড়া, মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত ১৪৯ জন রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে সাতজন করোনা পজিটিভ। অন্যরা উপসর্গে আছেন। আর নতুন ভর্তি হয়েছেন ৩০ জন। সুস্থ্য হয়ে বাড়িতে ফিরেছেন ৩১ জন। আইসিইউতে রয়েছেন ৬ জন রোগী। আজকের আটজনের মৃত্যু নিয়ে সাতক্ষীরায় এখন পর্যন্ত করোনা উপসর্গে মারা গেলেন ৬৭১ জন। করোনা পজিটিভ নিয়ে মারা গেছেন ১০০ জন।